এফএনএস স্পোর্টস: এক রাউন্ড আগে আউট হয়েছিলেন ১৭৭ রানে। মেহেদি হাসান এবার থামলেন ৮৮ রানে। তবে কোনো বোলার নয়, খুলনার ব্যাটসম্যানকে সেঞ্চুরির আগে থামিয়েছে বৃষ্টি।
জাতীয় লিগের প্রথম স্তরে খুলনা ও রংপুরের বৃষ্টিবিঘিœত ম্যাচ হয়েছে ড্র। বৃষ্টিতে শেষ দিনে খেলা হয়েছে মাত্র ৩৩ ওভার।
দ্বিতীয় ইনিংসে বিনা উইকটে ২২ রান নিয়ে দিন শুরু করা খুলনা ১ উইকেটে ১৪১ রান তোলার পর বৃষ্টি এসে ভাসিয়ে নেয় বাকি সময়ের খেলা।
রবিউল ইসলাম রবিকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৮৯ রান তোলেন মেহেদি। ২৯ রান করে রবি আউট হওয়ার পর অবিচ্ছন্ন দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫২ রান।
১৩৩ বলে ১৫ চারে ৮৮ রানে অপরাজিত থাকেন মেহেদি। প্রথম ইনিংসের সেঞ্চুরিতে ম্যাচ সেরা রংপুরের ওপেনার জাহিদ জাভেদ।
প্রথম স্তরের অন্য ম্যাচে খুলনায় ঢাকা বিভাগ ও বরিশালের ম্যাচে একটি বলও হয়নি শেষ দিনে। প্রথম ইনিংসে ২৫০ রান তুলেছিল ঢাকা। রংপুর করে ২৯৯। ঢাকা দ্বিতীয় ইনিংসে তোলে ৩ উইকেটে ১১০ রান।
চার রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা। রংপুর ও ঢাকা বিভাগের পয়েন্ট ৮, বরিশালের ৬।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ২১৮
রংপুর ১ম ইনিংস: ৩১৭/৯ (ডি.)
খুলনা ২য় ইনিংস: ৪৩ ওভারে ১৪১/১ (আগের দিন ২২/০) (রবি ২৯, মেহেদি ৮৮*, অমিত ১৭*; আরিফুল ০/১৭, সাদ্দাম ০/১৮, শুভ ০/৩৫, মাহমুদুল ০/১৭, সাজেদুল ০/৩৭, তানবীর ১/১১)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: জাহিদ জাভেদ